কর-বহির্ভূত রাজস্ব হল রাষ্ট্রীয় সম্পদ বা সম্পত্তি ব্যবহারের জন্য অর্থপ্রদান। রাষ্ট্র কর্তৃক আইনের আওতায় প্রদত্ত পরিষেবার বিনিময়ে প্রাপ্ত রাজস্ব। এর মধ্যে রয়েছে SOEs থেকে লভ্যাংশ ও মুনাফা, সরকারের অআর্থিক সম্পদ বিক্রয় লব্ধ আয়, সুদ, ভাড়া, বিপননযোগ্য প্রতিষ্ঠান কর্তৃক বিক্রয়, প্রশাসনিক ফি, জরিমানা, দন্ড, বাজেয়াপ্ত, কুয়াসি-কর্পোরেশনের উদ্বৃত্ত আয়, রেলওয়ের আয়, ডাক আয় ইত্যাদি।
NTR আইটেম রেইট সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ তথ্য ভান্ডার গড়ে তোলা; ডাটাবেইসটি Web based হওয়ার কারণে বিশ্বের যে কোন প্রান্ত হতে সহজে তথ্য পাওয়ার সুবিধা; NTR আইটেম রেইট যাচাই-বাছাই, হালনাগাদকরণ, প্রতিবেদন প্রণয়ন, গবেষণা ইত্যাদি প্রয়োজনে একটি নিদিষ্ট প্ল্যাটফর্ম হতে সকল তথ্য পাওয়া; নিদিষ্ট সময় অন্তর বাজার মূল্য ও মূণ্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে আইটেম রেইট হালনাগাদ করা; যথাযথ অর্থনৈতিক কোডে রাজস্ব জমা প্রদান; হিসাবায়ণের সুবিধার্থে নিয়মিত Reconcile করণের সুবিধা;
২০২২-২৩ অর্থ বছরে অভ্যন্তরীণ উৎসসমূহ হতে রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৪,৩৩,০০০ (চার লক্ষ তেত্রিশ হাজার) কোটি টাকা। এক্ষেত্রে তিনটি উৎসের লক্ষ্যমাত্রা নিম্নরূপ: জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর রাজস্ব ৩,৭০,০০০ (তিন লক্ষ সত্তর হাজার) কোটি টাকা, যা মোট রাজস্ব আয়ের ৮৫.৫৪%; কর ব্যতীত রাজস্ব ৪৫,০০০ (পয়তাল্লিশ হাজার) কোটি টাকা, যা মোট রাজস্ব আয়ের ১০.৩৯%; জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর রাজস্ব ১৮,০০০ (আঠার হাজার) কোটি টাকা, যা মোট রাজস্ব আয়ের ৪.১৬%।